• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চরাঞ্চলের জমি আবাদে আনতে কৃষক সমাবেশ

  • ''
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২৪

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে ৩০টিরও অধিক চরাঞ্চল রয়েছে। এসব এলাকায় পদ্মা-মেঘনার ভাঙনের কারণে কোন স্থায়ী স্থাপনা টিকে থাকে না। ফসলি জমিগুলোর ক্ষেত্রে একই অবস্থা। চরাঞ্চলের এসব অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজরাজেশর ইউনিয়নে গোয়াল নগরে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, উৎপাদনের ক্ষেত্রে চরাঞ্চলের অনাবাদি জমিগুলোয় আবাদ করা গেলে আমাদের দেশের খাদ্যভাণ্ডার আরো স্বয়ংসম্পূর্ণ হবে। আসন্ন সংকটের ঝুঁকিতে আমরা খাদ্য সংকটের মুখোমুখি হব না, এ প্রত্যাশা করাই যায়। এসব জমিতে সবজি, ফলমূলসহ নানা ধরনের ফসল চাষ করা সম্ভব। এসব এলাকায় নতুন কৃষি উদ্যোক্তারা আনারস, লেবু, ফুল ও ফলের চাষাবাদ করলে সফল হতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads